গ্রুপে জয়েন করার অনুরোধ এবং ইসলামে দাওয়াত দেয়ার কাজে আমাদের সহয়তা করার

লিখেছেন লিখেছেন মোঃ মোরশেদুল আলম আরিফ ১৬ অক্টোবর, ২০১৬, ০৬:৩৩:০১ সন্ধ্যা

সম্প্রতি আমরা কিছু বন্ধু মিলে একটি ফেসবুক গ্রুপ খুলেছি। বল্গের সকল সদস্যদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন গ্রুপে জয়েন দিয়ে ইসলামের দাওয়াতের কাজে আমাদের সহয়তা করার। গ্রুপটির নাম রেখেছি "ইসলামিক সহী হাদিসের লাইব্রেরী (LISA) "।

LINK : https://mobile.facebook.com/groups/361022490904574?_rdr

আমাদের প্রচেষ্টা সহী হাদিস গুলো মানুষকে জানানোর।কেননা --

সুরা নিসা – (৪)৭৯ নং আয়াত – আল্লাহ বলছেন – আমি তোমাকে [মোহাম্মাদ (সাHappy] সমগ্র মানব জাতির জন্য রাসুল বানিয়ে পাঠিয়েছি।

সুরা ইমরান (৩) ১৯ নং আয়াত – আল্লাহ বলছেন – নিঃসন্দেহে আল্লাহর কাছে ইসলাম একমাএ গ্রহন যোগ্য ব্যবস্হা।

সুরা ইমরান (৩) ৮৫ নং আয়াত –

আল্লাহ বলছেন – ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান কবুল হবে না । ১। ইসলামের দাওয়াত দেওয়া প্রতি মুসলমানের উপর ফরজ

সুরা হা-মিম সাজদা (৪১) ৩৩ নং আয়াত – আল্লাহ বলছেন – তার চেয়ে উত্তম কোন ব্যাক্তির হতে পারে যে মানুষদের আল্লাহর দিকে ডাক দেয় এবং সে নিজেই নেক কাজ করে এবং বলে আমি তো মুসলমানদের একজন।

বিষয়: বিবিধ

১১৫১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378756
১৭ অক্টোবর ২০১৬ রাত ১২:১১
মনসুর আহামেদ লিখেছেন : ভালো লাগলো / ধন্যবাদ /

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File